আত্মউন্নয়ন
আত্মউন্নয়ন বলতে নিজের মানসিক, শারীরিক উভয়রকম উন্নয়নকেই মূলত বোঝানো হয়। মানসিক আর শারীরিক প্রশান্তি ছাড়া ভালোভাবে জীবন যাপন করা সম্ভব নয়। আর সেই লক্ষেই আমাদের দিনে আত্মউন্নয়নের জন্যে অন্তত একটি বিষয় হলেও শেখা উচিৎ। আর এর জন্যে সবচেয়ে বেশি দরকার হবে নিজেকে পরিবর্তনের অদম্য ইচ্ছা। আমাদের মধ্যে এমন অনেক গুণাবলি আছে, খারাপ জানার পরেও আমরা নিজেকে শুধরাই না। কিন্তু এভাবে নিজের খারাপ গুণগুলোকে মেনে নিয়ে জীবন চলতে দিলে আত্মউন্নয়ন কখনোই সম্ভব না। এক্ষেত্রে অন্য কারও চেয়ে নিজেই নিজেকে সাহায্য করার প্রয়োজনটা বেশি পড়বে। নিজেকে পরিবর্তন করার জন্যে নিজের ইচ্ছার চেয়ে বড় কিছু আছে বলে আমার জানা নেই।
আত্মউন্নয়ন মূলক পোস্ট লেখার জন্যে আমরা বয়সের দিক দিয়ে ততটা বড় না হলেও নিজেদের স্বল্প জ্ঞান থেকে যতটুকু পারা যায় লেখার চেষ্টা করবো। নিয়মিত বিরতিতে পিপীলিকায় আত্তউন্নয়নমূলক লেখা দেয়া হবে। 🙂
- মন ভালো রাখুন, ভালো থাকুন
- পানি দূষণ করে আমরা অভাবনীয় ক্ষতি করছি !
- আত্মউন্নয়ন – সকালে ঘুম থেকে উঠার পর যা অবশ্যই করতে হবে !
- বাসা থেকে বের হবার পূর্বে করণীয়
- আত্মউন্নয়ন – কোন বিষয়ে যেকারো সাথে দ্বিমত পোষণ করার আগে যে ৭টি বিষয় ভাবতে হবে !
- ব্যাগ গোছানোর ১০টি টিপস !
- একজন ছেলে হিসেবে বাসে যা করণীয়
- আত্মউন্নয়ন – ঘুম সম্পর্কে যা যা জানা দরকার…
- জীবনটা খারাপ নাতো !