ইন্টারনেট স্পিড টেস্ট করার উপায়…
ব্লগের একজন পাঠক হিসেবে ধরেই নিচ্ছি আপনি একজন ইন্টারনেট ব্যবহারকারী। যে যেই কানেকশনই ব্যবহার করি না কেন, সবাই জানি কার কি স্পিড এবং এভারেজ হিসেবে আমরা কতটুকু পাচ্ছি। তবুও আপনার সর্বোচ্চ ডাউনলোড স্পিড এবং সর্বোচ্চ আপলোড স্পিড চেক করলে মন্দ হয়না। স্পিড চেক করার মাধ্যমে প্রথমত আপনি আপনার কানেকশন প্রোভাইডারের কথামতো আসল স্পিড পাচ্ছেন না তার চেয়ে কম পাচ্ছেন তা জানা সম্ভব হবে এবং দ্বিতীয়ত সর্বোচ্চ কত স্পিডে ডাউনলোড ও আপলোড করতে পারবেন তা জানা যাবে।
ইন্টারনেট স্পিড চেক করার জন্যে বেশ অনেকগুলো ওয়েবসাইট আছে। এর মধ্যে কয়েকটি ইন্টারনেট স্পিড চেকার নিয়ে এই পোস্টে আলোচনা করা হবে।
স্পিডটেস্ট ডট নেটঃ
প্রথমেই Speedtest.net ওয়েবসাইটটি ওপেন করুন। খানিকটা সময় অপেক্ষা করুন, পেজটি লোড হবে। এবার আপনার লোকশন এবং আপনার আইপি দেখিয়ে কানেকশন্ট স্পিড চেক করার জন্যে টেস্ট চালু করার একটা বাটন দেখানো হবে। সেটাতে ক্লিক করুন।
ক্লিক করার পর আপনার এলাকার কাছাকাছি সার্ভারের সহায়তায় স্পিড চেক করা হবে। প্রথমেই চেক করা হবে আপনার ডাউনলোড স্পিড, তখন বিষয়টা দেখতে অনেকটা নিচের ছবির মতো হবে।
এর পরপরই আপলোড স্পিড চেক করা হবে, তখন তা দেখতে অনেকটা এমন হবেঃ
এরপর যথাক্রমে ডাউনলোড স্পিড আর আপলোড স্পিড চেক করার পর আপনার মোট স্পিড এর একটা হিসাব ছবি আকারে দেয়া হবে যা থেকে আপনার আপলোড এবং ডাউনলোড স্পিড আপনি দেখতে পাবেন। আমারটা নিচে দিয়ে দিলাম 😉
টেস্ট মাই স্পিডঃ
এটিও একটি স্বনামধন্য ইন্টারনেট স্পিড চেকার। যদিও ফোরামগুলোতে স্পিড চেক করার জন্যে স্পিডটেস্ট ডট নেটই ফলাও ভাবে ব্যবহার করা হয় তবুও নানা ব্যবহারকারী টেস্ট মাই স্পিড ব্যবহার করেন। এখান থেকে স্পিড চেক করতে প্রথমেই testmyspeed.com ওয়েবসাইট টি ওপেন করুন। নিচের ছবিরমতো কিছু দেখতে পাবেন।
Start speed test বাটনে ক্লিক করলেই আপনার স্পিড চেক করার জন্যে টেস্ট শুরু হবে এবং এরপরে একটা ফলাফল দিয়ে দিবে।
আপনি উপরের পদ্ধতিতে আপনার ইন্টারনেট স্পিড চেক করতে পারেন, চাইলে কমেন্টে শেয়ার ও করতে পারেন। 🙂