র্যাপার তৌফিক আহমেদ – এক্সক্লুসিভ ইন্টারভিউ ! – রাজত্ব
[youtube https://youtu.be/CaAMDP2S8ws]তৌফিক আহমেদ, চারণ কবি তফ নামেও তিনি পরিচিত। বাংলা র্যাপের অন্যতম পথিকৃৎ । সম্প্রতি তাদের নতুন অ্যালবাম বের হচ্ছে “দাসত্ব”।
আর সেই অ্যালবাম নিয়েই তার সাথে কথা হয়েছে। কি থাকছে অ্যালবামে, কি নাম নতুন অ্যালবামের, রাজত্ব থেকে এই অ্যালবামে নতুনত্ব কি এসেছে, কিভাবে জেগেছিলো র্যাপ গানের ইচ্ছা, র্যাপ কেন বাংলাদেশে জনপ্রিয় না ইত্যাদি নানামুখী প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। পাশাপাশি রয়েছে নতুন র্যাপারদের জন্যে সাজেশন। 🙂