• Home
  • সাইক্লিং
4

সাইকেল এর চেইন পরিষ্কার ও লুব করার যাবতীয় নিয়ম কানুন (ভিডিও)

সাইকেল বা বাইক যাই বলি না কেন, তা ঢাকার জন্যে সবচেয়ে ভালো বাহন। মাঝারি ধরণের গতিতে যাতায়াতের জন্যে বাইকের জুড়ি নেই। ঢাকার যে খানা খন্দর ভরা রাস্তা তাতে পুরো ঢাকা শহরকেই মাউন্টেনের সাথে তুলনা করা যেতে পারে, ঢাকার রাস্তায় তাই রোড বাইকের চেয়ে মাউন্টেন বাইক ই বেশি আরামদায়ক। বাইক কে দীর্ঘায়ু দিতে এবং পুরোদমে সচল রাখতে তা নিয়মিত পরিষ্কার আর লুব করা অতীব জরুরী। বিশেষ করে চেইনটা। সাইকেলের অন্যতম গুরূত্বপূর্ণ অংশ হচ্ছে চেইন, এতে ধুলাবালি আর ময়লা আটকে এর গতিকে খানিকটা মন্থর করে দিতে পারে। তাই নিয়মিত চেইন পরিষ্কার ও লুব করা অতীব প্রয়োজনীয়। নিম্নের ভিডিওটি তে দেখানো হয়েছে কি করে বাইকের তথা সাইক্লের চেইন পরিষ্কার ও লুব করতে হয়ঃ

ইমেইলে নতুন লেখাগুলো পেতে সাইন আপ করুন 🙂

আরিফুল ইসলাম পলাশ
 

বর্তমানে ঢাকার এক স্বনামধন্য কলেজে অধ্যয়নরত। লেখালেখির ঝোক ছোটবেলা থেকেই। ব্লগিং এ হাতেখড়ি সেই সপ্তম শ্রেণীতে। তখন ঠিকমতো টাইপ করতে পারতাম না, খুব কষ্ট হতো লিখতে। ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়েছি। এখন কিবোর্ড চলে বুলেটের মতো। তাই ইচ্ছা আছে বাংলায় তথ্যসমৃদ্ধ ইন্টারনেট দেখার। সেই ভেবেই পিপীলিকাতে লেখা। :) ফেসবুকে আমি