সাজাবো তোমায় প্রিয়া বধুর মতো করে
সাজাবো তোমায় প্রিয়া
বধুর মতো করে
সাজাবো তোমায় প্রিয়া বধুর মতো করে
আমার জন্যে নয়।
তার তরে, অন্তরের ভালোবাসা পেরিয়ে,
যে তোমায় করেছে জয়।
সত্যি ভালোবাসা তুমি দুর্বোধ্য!
যে তোমায় হৃদয় মাঝে রাখে,
তাকে তুমি কচলিয়ে যাও ঝরা পলাশ ভেবে।
খুঁজো তাকে দু’চোখ দিয়ে,
সুন্দর আর সার্থকতার মাঝে।
সাজাবো তোমায় প্রিয়া
বধুর মতো করে।
আমার হৃদয়ের রক্তে রাঙ্গিয়ে
পরাবো তোমায় লাল বেনারসি ,
তা দেখে তোমার প্রেমিকের
থামবে না মুখের চতুরতার হাসি।
ঝরিয়ে দেব ততটুকু রক্ত
এ হৃদয় থেকে।
যেটুকু জন্মেছিলো
তোমায় ভালোবাসার পরে।
তোমার সিথির সিঁদুর, কপালের টিপ,
হাতের মেহেদী, পায়ের আলতা।
তাতে হয়ে যাবে তো ?
জানি হয়ে যাবে
কারন এ হৃদয় তো প্রাণহীন ছিল
তুমিইতো তাতে প্রথম
রক্ত ধারা হয়ে জীবন দিয়েছিলে।
তবে বুঝে নাও তোমার জন্যে রক্ত ঝরালে
হয়তো কিছুই বাকি থাকবেনা আমার ধমনীতে।
সে রক্তে সাজাবো তোমায় প্রিয়া,
বধুর মতো করে,
তুলে দেব পাল্কিতে,
তুমি চলে যাবে সেই যে
তোমার প্রেমিকের ঘরে।
শুধু একটা অনুরোধ,
কখনো আমার জন্যে কেঁদোনা,
আমি শুক তারা হয়ে বেঁচে থাকবো,
তোমার জন্যে, আজীবন ভরে।
বধু সেজে তুমি চলে গেছো
ছিড়ে আমার ভালোবাসার সমস্ত বন্ধন,
তবু কেন এ বুকে বাজো
হয়ে হৃদয় স্পন্দন।
– মঈন রহমান