ভিন্ন ধাঁচের ইন্টারভিউ – সেয়ানে সেয়ানে
আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরণের ইন্টারভিউ দিয়ে থাকি, এবার আসুন দেখে নেই থুক্কু পড়ে নেই একটা ভিন্ন ধাঁচের একটা ইন্টারভিউ 😀
ইন্টারভিউ
প্রার্থী গেলো চাকরীর উদ্দেশ্যে, বুকে তার সংকল্প, চাকরী তাকে পেতেই হবে। পরীক্ষা কক্ষের সামনে যেয়ে,
প্রার্থী: স্যার, আসতে পারি?
কর্মকর্তা: আসুন, বসুন।
কর্মকর্তা: একটা বিমানে ৫০ টা ইট আছে, তুমি যদি একটা ইট বাইরে ফেলে দাও তাহলে কয়টা বাকি থাকবে?
প্রার্থী: খুব সহজ, ৪৯ টা বাকি থাকবে।
কর্মকর্তা: একটি হাতিকে ফ্রীজে ঢুকানোর তিনটা ধাপ বল।
প্রার্থী: ফ্রীজের দরজা খুলুন, হাতিটা ঢুকান, তারপর ফ্রীজ বন্ধ করুন।
কর্মকর্তা: এখন একটা হরিণ ফ্রীজে ঢুকানোর চারটা ধাপ বল।
প্রার্থী: ফ্রীজের দরজা খুলুন, হাতিটা বাইরে বের করুন, হরিণটাকে ঢুকান, তারপর ফ্রীজ বন্ধ করুন।
কর্মকর্তা: আজ বনে বাঘের জন্মদিন, সব পশুই উপস্থিত একজন বাদে, কেন?
প্রার্থী: কারণ হরিণটা এখনও ফ্রীজের মধ্যে আছে।
কর্মকর্তা: একটা মহিলা ঐ বনের কুমিরে ভরা খাল নৌকা ছাড়াই জীবিত পাড় হল, কীভাবে?
প্রার্থী: কারণ সব কুমির তখন বাঘের জন্মদিনে যোগ দিয়েছে।
কর্মকর্তা: শেষ প্রশ্ন: কিন্তু শেষ মেষ মহিলাটি ঠিকই মারা গেল, কেন?
প্রার্থী: স্যার, মনে হয় মহিলাটি ডুবে গিয়েছিল।
কর্মকর্তা: ভুল উত্তর, বিমান থেকে যে ইটটা ফেলা হয়েছিল সেটি তার উপরে পড়েছিল, তাই মহিলাটি মরে যায়। ঠিক আছে তুমি এখন আসতে পার।
প্রার্থী: 😯 🙁
ইন্টারভিউটি কেমন লাগলো জানাতে ভুলবেন না… 🙂