1
হাজার বছর শেষে স্বাধীনতা
হাজার বছর শেষে স্বাধীনতা
হাজার বছরের পরাধীনতা শেষে
আবার এলে তুমি ফিরে
প্রিয় স্বাধীনতা,
তোমায় পাওয়ার তরে
বাবা মরল আর্য্যদের হাতে।
তোমায় পাবে বলে মা’র দেহ ছিন্ন হলো
মোঘলদের বারুদ তোপে।
তোমায় দেখবে বলে দাদাভাই
পড়লো ফাঁসির মালা,
শুভ্র ভারত-ঈশ্বরদের সেই উপহার দেয়া।
শেষে আমার শেষ রক্ত বিন্দু
ঝরিয়ে দিলাম তোমার জন্যে
৩০ লক্ষ কিংবা তার অধিক দেহ থেকে,
বুলেটের ক্ষততে, ট্যাংকের গোলায়,
পাকসেনাদের হাতে।
ফের তুমি এলে,
হাজার বছরের গ্লানি মুছে,
হাজার বছরের পরাধীনতা শেষে,
আমাদের হাজার বছরের আকাঙ্ক্ষা,
প্রিয় স্বাধীনতা।
– মঈন রহমান