সাজাবো তোমায় প্রিয়া বধুর মতো করে সাজাবো তোমায় প্রিয়া বধুর মতো করে আমার জন্যে নয়। তার তরে, অন্তরের ভালোবাসা পেরিয়ে, যে তোমায় করেছে জয়। সত্যি ভালোবাসা তুমি দুর্বোধ্য! যে তোমায় হৃদয় মাঝে রাখে, তাকে তুমি কচলিয়ে যাও ঝরা পলাশ ভেবে। খুঁজো তাকে দু’চোখ দিয়ে, সুন্দর আর সার্থকতার মাঝে।
Continue readingচন্দ্রিমা, তুমি ধরণীর কন্যা চন্দ্রিমা, তুমি ধরণীর কন্যা। তোমার জোছনা মিছে আমি সে কথা বলিনা। যে তোমায় রাঙ্গায় সে সূর্য, আমি না। কি করে তোমায় উপহাস করি বল, তাও তো তুমি ঘোর আঁধারে জ্বলো।
Continue readingহাজার বছর শেষে স্বাধীনতা হাজার বছরের পরাধীনতা শেষে আবার এলে তুমি ফিরে প্রিয় স্বাধীনতা, তোমায় পাওয়ার তরে বাবা মরল আর্য্যদের হাতে। তোমায় পাবে বলে মা’র দেহ ছিন্ন হলো মোঘলদের বারুদ তোপে। তোমায় দেখবে বলে দাদাভাই পড়লো ফাঁসির মালা,
Continue readingগোপদ্য কমলা রঙের বঙ্কিম চাঁদ ডুবলো মানিকের পদ্মায় কলিমদ্দির দফা হলো রফা এসে আবু জাফরের কাঠগড়ায়। হৈমন্তীর প্রেমে রবির মতো জ্বললো ঠাকুর, বিলাসীর সাপে দংশিলো হৃদয় শরৎ বাবুর। ওয়ালিউল্লাহর উঠানে সমাপ্ত হলো একটি তুলশী গাছের কাহিনী। রক্তাক্ত প্রান্তরে নীরব দর্শক মুনীর চৌধুরী।
Continue reading