টরেন্ট এর অনন্য সুযোগ-সুবিধার দরুন বর্তমানে ফাইল শেয়ারিং এর অন্যতম বহুল ব্যবহৃত মাধ্যম। ২০০১ এ পাইথন প্রোগ্রামার ব্র্যাম কোহেন বিট-টরেন্ট এর ধারণার উদ্ভব ঘটান। অতঃপর তিনি ২০০১ এ বিটটরেন্ট এর সর্বপ্রথম সকলের জন্যে ব্যবহার যোগ্য ভার্শন উন্মুক্ত করেন। যদিও তা রাতারাতি জনপ্রিয় হয়ে যায়নি। আসলে তখন অনেকেই এর গুরুত্বটা বুঝে উঠতে পারেনি, পরবর্তীতে ২০০৪ এর […]
Continue readingইউটরেন্ট, যতগুলো টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার আছে তার মধ্যে সর্বাধিক জনপ্রিয় টরেন্ট ক্লায়েন্ট। ২০০৫ সালে অবমুক্ত হওয়ার পর থেকেই জনপ্রিয়তার তুঙ্গে উঠতে থাকে ইউটরেন্ট। সেই ২০০৫ থেকেই এখন অবধি বিনামূল্যেই পাওয়া যাচ্ছে ইউটরেন্ট, অবশ্য টাকা দিয়ে এর প্লাস ভার্শনটি কিনে নিলে সাধারণ সুবিধাগুলোর পাশাপাশি বাড়তি কিছু সুযোগ-সুবিধা পাওয়া যাবে। উইন্ডোজ, লিনাক্স, ম্যাক এই তিন প্ল্যাটফর্মের জন্যেই […]
Continue reading